পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ রেজাউল আহসান গত ১৪ নভেম্বর ২০১৯ তারিখ বৃহস্পতিবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড), কোটালীপাড়া পরিদর্শন করেন। বাপার্ডের মহাপরিচালক এবং জেলা প্রশাসনের পক্ষ হতে সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত ও অভিনন্দন জানান। এরপরে তিনি বাপার্ডে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বাপার্ডে মাছ চাষের মাধ্যমে পল্লী দারিদ্য বিমোচন ও জীবনমান উন্নয়ন বিষয় কর্মশালা এবং কৈ মাছ উৎপাদনের নিরুপন পরিদর্শন করেন। বাপার্ডে সুফলভোগীদের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের উপর প্রশিকক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। বাপার্ডের সম্প্রসারণ, সংস্কার ও আধুনিকায়ন প্রকল্প এর কার্যক্রম পরিদর্শন ও ক্যাম্পাসে বৃক্ষরোপন করেন।