সমবায় অধিদপ্তরে কনফারেন্স হলে এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় ২৫ জুলাই ২০২২ তারিখ সোমবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম এর কোয়ালিটি অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মশিউর রহমান এনডিসি, বিশেষ অতিথি ছিলেন ড. হুমায়রা সুলতানা, অতিরিক্ত সচিব (আইন ও প্রতিষ্ঠান), পল্লী উন্নয়ন এ সমবায় বিভাগ এবং জনাব মোঃ আহসান কবীর, নিবন্ধক ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত), সমবায় অধিদপ্তর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন এ সমবায় বিভাগের অতিরিক্ত সচিব (প্রসাশন ও বাজেট) জনাব চন্দন কুমার দে।