Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২২

৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2020-11-07

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন ২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত ছিলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মো. রেজাউল আহসান ও সমবায় অধিদপ্তরের নিবন্ধন ও মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম এবং জাতীয় সমবায় ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।  'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন' শ্লোগানে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার প্রদান করেন।