পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সমবায় অধিদপ্তরে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ। ১০১ টি মোমবাতি প্রজ্বলন এবং ১০১ পাউন্ডের কেক কাটা হয়। জাতির পিতা, একাত্তরের শহিদ মুক্তিযোদ্ধা এবং ১৯৭৫ এর ১৫ অগাস্ট কালরাতে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ রেজাউল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব জনাব নাসরীর আক্তার চৌধুরী। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমবায় অধিদপ্তর, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকা জেলা সমবায় কার্যালয় এবং ঢাকা মেট্রোপলিটান থানা সমবায় কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ২০০জন গরিব শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ রেজাউল আহসান। করোনা ভাইরাস সৃষ্ট মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনেই সমস্ত আয়োজন ছিল।