পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি এর অফিস কক্ষে ০৭/০২/২০২৩ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় African-Asian Rural Development Organization (AARDO) Secretary General Dr. Manoj Nardeosingh সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) এবং পরিচালক (প্রশিক্ষণ) এ সময় উপস্থিত ছিলেন।