পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে প্রকাশিত "বঙ্গবন্ধুর সমবায় ভাবনা: উন্নয়ন অভিযাত্রায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ" শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সন্মানীত সচিব জনাব মোঃ রেজাউল আহসান। প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ রাশিদুল ইসলাম, বিআরডিবি’র মহাপরিচালক, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক, পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক, মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক, নিবন্ধক ও মহাপরিচালক (সাবেক) জনাব মোঃ আমিনুল ইসলাম সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তাবৃন্দ।