পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ রেজাউল আহসান, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কতৃক আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব সুপ্রিয় কুমার কুণ্ডু, মহাপরিচালক (গ্রেড-১) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ রেজাউল আহসান। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর প্রধান কার্যালয় ও ঢাকা জেলা বিআরডিবি কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। করোনা ভাইরাস সৃষ্ট মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনেই ছিল সমস্ত আয়োজন।