১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল আহসান, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসরীন আক্তার চৌধুরী, অতিরিক্ত সচিব (প্রশাসন ও বাজেট), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং ড. মো: হারুন-অর-রশিদ বিশ্বাস, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন,মাসউ ও ফাইন্যান্স), সমবায় অধিদপ্তর। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সমবায় অধিদপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।