পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ রেজাউল আহসান নব নির্মিত পল্লী উন্নয়ন একাডেমী, রংপুরে "কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প" এর আওতায় ছয় দিন ব্যাপী "উন্নত মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আরডিএ, রংপুর থেকে প্রশিক্ষণ নিয়ে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তারা আধুনিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। উদ্বোধন শেষে তিনি ভিআইপি গেস্ট হাউসের সামনে হাড়িভাঙা আম গাছ রোপণ করেন।