প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭-০৯-২০২০ তারিখ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয়/বিভাগসমূহের ২০২০-২০২১ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদেন এবং বক্তব্য রাখেন। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষি মন্ত্রী ড/ মোঃ আব্দুর রাজ্জাক জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন এবং মন্ত্রীপরিষদ সচিবের উপস্থিতিতে ২০২০-২০২১ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মহোদয় ২০২০-২০২১ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর গ্রহণ করেন।