পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩ এর আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যের আওতায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে গত ২৬/১২/২০২২ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী’তে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বাজেট) ড. হুমায়রা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব (বাজেট, এপিএ ও এনআইএস), সিস্টেম এনালিস্ট, সিনিয়র সহকারী সচিব (এপিএ ও এনআইএস) এবং সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার উক্ত সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী’র যুগ্মনিবন্ধক (অ. দা.) জনাব মোঃ নূরুন্নবী।