Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মে ২০২৪

ইনোভেশন শোকেসিং এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ পুরস্কার প্রদান-২০২৪ অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2024-05-15

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ইনোভেশন শোকেসিং এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ পুরস্কার প্রদান-২০২৪ অনুষ্ঠান ১৫ মে ২০২৪ তারিখ সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন। অনুষ্ঠানে চীফ ইনোভেশন অফিসার ও অতিরিক্ত সচিব জনাব মুনিমা হাফিজ, ইনোভেশন টিমের সদস্য সচিব জনাব আজীজ হায়দার ভূইয়া, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ইনোভেশন টিমের সকল সদস্য এবং আওতাধীন দপ্তর/সংস্থার ইনোভেশন টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং আওতাধীন দপ্তর/সংস্থার নির্বাচিত ১৭ (সতের)টি ইনোভেশন উপস্থাপন করা হয়। উপস্থাপিত ইনোভেশন হতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর কিশোরী ডাটাবেজ ও সঞ্চয় ব্যবস্থাপনা ইনোভেশনকে ১ম, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এর ইউনিট সমূহের তদারকি সহজিকরণ ও একাডেমীর অভ্যন্তরীন যোগাযোগের জন্য বাইসাইকেল সরবরাহ ইনোভেশনকে ২য় এবং বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর উন্নত প্রযুক্তির সহায়তায় ইন্টেলিজেন্স ইরিগেশন সিস্টেম (আইআইএস) উদ্ভাবনকে ৩য় পুরস্কার ঘোষনা করা হয়। প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি নিকট হতে দপ্তর/সংস্থার ইনোভেশন টিমের সদস্যগণ পুরস্কার গ্রহণ করেন।