মহান বিজয় দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সবোর্ত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক (ভার্চুয়াল) আলোচনা সভা ২৮ ডিসেম্বর ২০২০; দুপুর ৩:০০ ঘটিকা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়াল) জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল আহসান, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। সভাপতিত্বে করেন জনাব মোঃ রাশিদুল ইসলাম, অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) অনুবিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। আলোচনা সভার সঞ্চালনা করেন জনাব মোঃ মিজানুর রহমান, উপসচিব (প্রশাসন-১), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। উক্ত অনুষ্ঠানে এ বিভাগের কর্মকর্তাগণ সন্মেলন কক্ষে এবং দপ্তর/সংস্থার প্রধান ও কর্মকর্তাগণকে (জেলা পর্যায়সহ) ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণে উপস্থিত ছিলেন।