পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া’য় ৩০তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন ১৭ অক্টোবর, ২০২০ তারিখে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণাধর্মী একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া। বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ রেজাউল আহসান। প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ রেজাউল আহসান বলেন, “বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ক্ষুধা ও দারিদ্য মুক্ত বাংলাদেশ গড়তে আরডিএ, বগুড়া নিরলস কাজ করে যাচ্ছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি, ভিশন ২০২১, ভিশন ২০৪১ ও ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে আরডিএ বিশেষ ভূমিকা পালন করবেন”।