Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০২১

উন্নয়ন ও পরিকল্পনা অনুবিভাগ

৩।         উন্নয়ন ও পরিকল্পনা অনুবিভাগ

(ঘ)        উপ-সচিব (উন্নয়ন) এর অধীনে নিম্নবর্ণিত শাখা দায়িত্ব পালন করবেঃ

১।         উন্নয়ন শাখার যাবতীয় কার্যাবলী তত্ত্বাবধান;

২।         উন্নয়ন প্রকল্পের ব্যয় বিভাজন ও অর্থ ছাড়করণ, প্রকল্প পরিচালক, বিদেশী বিশেষজ্ঞ নিয়োগ সংক্রান্ত কার্যাবলী তত্বাবধান;

৩।         কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি।

 

ক্রঃ নং

শাখার নাম

 

শাখার দায়িত্ব কর্তব্য

(১)

উন্নয়ন শাখা

ক)

উন্নয়ন প্রকল্পের ব্যয় বিভাজন ও অর্থ ছাড়করণ

খ)

বার্ড, কুমিল্লা এবং আরডিএ, বগুড়ার উন্নয়ন প্রকল্পসমূহের জনবল নিয়োগ সংক্রান্ত

গ)

উন্নয়ন প্রকল্পসমূহের প্রকল্প পরিচালক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম

ঘ)

উন্নয়ন প্রকল্পের পদ সংরক্ষণ, সমাপ্ত প্রকল্পের জনবল রাজস্ব বাজেটের স্থানান্তরের প্রক্রিয়াসহ প্রকল্পের প্রশাসনিক কার্যাবলি

ঙ)

উন্নয়ন প্রকল্পের আওতায় দরপত্র মূল্যায়ন কমিটি গঠন ও দরপত্র অনুমোদন প্রক্রিয়াকরণ (প্রযোজ্য ক্ষেত্রে)

চ)

উন্নয়ন প্রকল্পের বিষয়ে অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পর্কিত প্রশাসনিক কাজ

ছ)

উন্নয়ন প্রকল্পে বিদেশী বিশেষজ্ঞ নিয়োগ কার্যাবলি

জ)

উন্নয়ন প্রকল্পের শৃঙ্খলা সংশ্লিষ্ট কার্যাবলি

ঝ)

উন্নয়ন প্রকল্পসমূহের মূল্যায়ন ও মনিটরিং কাজে সহায়তা প্রদান

ঞ)

বাংলাদেশ মৎস্যজীবি সমবায় সমিতির পুনর্বাসন প্রকল্পের কার্যাবলি

ট)

কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি

 

(ঙ) উপ-প্রধান (পরিকল্পনা) এর অধীনে নিম্নবর্ণিত শাখাসমূহ দায়িত্ব পালন করবেঃ

১।   পরিকল্পনা ও উন্নয়ন শাখাসমূহের কার্যাবলী তত্ত্বাবধান;

২।   এ বিভাগ এবং অধীন সংস্থাসমূহের উন্নয়ন প্রকল্প, কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প পরীবিক্ষণ ও মুল্যায়ণ সংক্রান্ত কার্যাবলী তত্ত্বাবধান;

৩।   কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলী।

 

ক্রঃ নং

শাখার নাম

 

শাখার দায়িত্ব কর্তব্য

(২)

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-১

ক)

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (সরাসরি) উন্নয়ন প্রকল্প ও কর্মসূচিসমূহের জনবল নিয়োগসহ সংশ্লিষ্ট কার্যাবলি (ইইপি ব্যতীত)

খ)

এডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য মাসিক সভা

গ)

বার্ষিক উন্নয়ন কর্মসূচি/সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন

ঘ)

উন্নয়ন প্রকল্পের প্রকাশনা ও অর্থনৈতিক সমীক্ষা সংক্রান্ত বিষয়াবলি

ঙ)

আইএমইডি/পরিকল্পনা কমিশন/প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য দপ্তরের জন্য এডিপি সংক্রান্ত প্রতিবেদন/সার-সংক্ষেপ প্রণয়ন

চ)

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক প্রণীত খসড়া নীতিমালার উপর মতামত প্রদান

ছ)

সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ (স্থানীয় ও বৈদেশিক), পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম

জ)

দারিদ্র্য বিমোচন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ

ঝ)

সামাজিক নিরাপত্তা বেস্টনী সম্পর্কিত কার্যাবলি

ঞ)

কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি।

(৩)

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-২

ক)

সমবায় অধিদপ্তর ও মিল্কভিটা এর উন্নয়ন প্রকল্প ও কর্মসূচিসমূহের জনবল নিয়োগসহ সংশ্লিষ্ট কার্যাবলি

খ)

এসএফডিএফ এর প্রকল্প ও কর্মসূচিসমূহ এবং সংশ্লিষ্ট কার্যক্রম

গ)

সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ (স্থানীয় ও বৈদেশিক), পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম

ঘ)

সমবায় বাজার স্থাপন, মনিটরিং ও সমন্বয় সংক্রান্ত কার্যাবলি

ঙ)

কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি

 (৪)

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৩

ক)

বার্ড, কুমিল্লা এর উন্নয়ন প্রকল্প ও কর্মসূচিসমূহের কার্যাবলি

খ)

পঞ্চবার্ষিক পরিকল্পনা/পিআরএসপি/টেকসই উন্নয়ন পরিকল্পনা/দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন

গ)

বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক গঠিত উন্নয়ন প্রকল্পের আন্তঃ মন্ত্রণালয় কমিটির সভা সংক্রান্ত কার্যাবলি

ঘ)

অর্থ বিভাগ হতে প্রাপ্ত সম্পদ সীমার ভিত্তিতে (Resource Ceiling) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে বাজেট বরাদ্দের খসড়া প্রস্তাব প্রণয়ন

ঙ)

বৃক্ষ রোপন কর্মসূচি সংক্রান্ত কার্যাদি

চ)

সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ  (স্থানীয় ও বৈদেশিক), পরিবীক্ষণ ও মূল্যায়ন সংশ্লিষ্ট কার্যক্রম

ছ)

মহিলা উন্নয়ন সম্পর্কিত কার্যাবলি (WID)

ঞ)

কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি

(৫)

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৪

ক)

বিআরডিবি ও বাপার্ড এর উন্নয়ন প্রকল্প ও কর্মসূচিসমূহের জনবল নিয়োগসহ সংশ্লিষ্ট কার্যাবলি

খ)

সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ (স্থানীয় ও বৈদেশিক), পরিবীক্ষণ ও মূল্যায়ন সংশ্লিষ্ট কার্যক্রম

গ)

এনজিও ব্যুরো কর্তৃক প্রেরিত পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উপর মতামত প্রদান সংক্রান্ত;

ঘ)

কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি

(৬)

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৫

ক)

পিডিবিএফ এর উন্নয়ন প্রকল্প ও কর্মসূচিসমূহের জনবল নিয়োগসহ অন্যান্য কার্যাবলি এবং পিডিবিএফ সংশ্লিষ্ট কার্যক্রম

খ)

ইইপি প্রকল্পের জনবল নিয়োগসহ সংশ্লিষ্ট কার্যাবলি

গ)

বেলারুশ সরকারের আর্থিক সহায়তায় উন্নয়ন প্রকল্পসমূহ

ঘ)

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সংক্রান্ত কার্যাদি

ঙ)

বৈদেশিক সাহায্যের জন্য বিভিন্ন সংস্থা হতে প্রকল্প প্রস্তাব গ্রহণ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে প্রেরণ

চ)

উন্নয়ন সহযোগী/দাতা সংস্থা হতে প্রাপ্ত প্রতিবেদনের উপর মতামত প্রণয়ন

ছ)

সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ (স্থানীয় ও বৈদেশিক), পরিবীক্ষণ ও মূল্যায়ন সংশ্লিষ্ট কার্যক্রম

জ)

কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি

 ৭)

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৬

ক)

আরডিএ, বগুড়া  এর উন্নয়ন প্রকল্প ও কর্মসূচিসমূহের কার্যাবলি

খ)

পার্বত্য চট্রগ্রাম জেলাসমূহের সামাজিক উন্নয়ন ও উৎপাদনমূখী কর্মসংস্থান সংক্রান্ত

গ)

জলবায়ু ট্র্যাস্ট ফান্ডের অর্থায়নে উন্নয়ন প্রকল্পসমূহ

ঘ)

সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ (স্থানীয় ও বৈদেশিক), পরিবীক্ষণ ও মূল্যায়ন সংশ্লিষ্ট কার্যক্রম

ঙ)

কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি

উল্লিখিত শাখাসমূহের কর্মকর্তাগণের ছুটিকালীন/অনুপস্থিতিকালীন বিকল্প নিম্নরূপ (উন্নয়ন ও পরিকল্পনা অনুবিভাগ)ঃ

ক)

উন্নয়ন শাখা এর কর্মকর্তা ছুটিকালীন/অনুপস্থিতিকালীন পরিকল্পনা শাখা-১ এর কর্মকর্তা।

খ)

পরিকল্পনা শাখা-১ এর কর্মকর্তা ছুটিকালীন/অনুপস্থিতিকালীন পরিকল্পনা শাখা-২ এর কর্মকর্তা।

গ)

পরিকল্পনা শাখা-২ এর কর্মকর্তা ছুটিকালীন/অনুপস্থিতিকালীন পরিকল্পনা শাখা-৩ এর কর্মকর্তা।

ঘ)

পরিকল্পনা শাখা-৩ এর কর্মকর্তা ছুটিকালীন/অনুপস্থিতিকালীন পরিকল্পনা শাখা-৪ এর কর্মকর্তা।

ঙ)

পরিকল্পনা শাখা-৪ এর কর্মকর্তা ছুটিকালীন/অনুপস্থিতিকালীন পরিকল্পনা শাখা-৫ এর কর্মকর্তা।

চ)

পরিকল্পনা শাখা-৫ এর কর্মকর্তা ছুটিকালীন/অনুপস্থিতিকালীন পরিকল্পনা শাখা-৬ এর কর্মকর্তা।

ছ)

পরিকল্পনা শাখা-৬ এর কর্মকর্তা ছুটিকালীন/অনুপস্থিতিকালীন পরিকল্পনা শাখা-১ এর কর্মকর্তা বিকল্প হিসেবে কাজ করবেন।

জ)

কোন কর্মকর্তা না থাকলে পরিকল্পনা শাখা-১ এর কর্মকর্তা কাজ করবেন।

ঝ)

উপ-সচিব (উন্নয়ন) ছুটিকালীন/অনুপস্থিতিকালীন উপ-প্রধান (পরিকল্পনা) দায়িত্ব পালন করবেন।

ঞ)

উপ-প্রধান (পরিকল্পনা) ছুটিকালীন/অনুপস্থিতিকালীন উপ-সচিব (উন্নয়ন) দায়িত্ব পালন করবেন।

অনুবিভাগসমূহের কর্মকর্তাগণের ছুটিকালীন/অনুপস্থিতিকালীন বিকল্প নিম্নরূপঃ

৪।         উন্নয়ন ও পরিকল্পনা ছুটিকালীন/অনুপস্থিতিকালীন আইন ও প্রতিষ্ঠান দায়িত্ব পালন করবেন।

৫।         আইন ও প্রতিষ্ঠান ছুটিকালীন/অনুপস্থিতিকালীন উন্নয়ন ও পরিকল্পনা দায়িত্ব পালন করবেন।

৬।         প্রশাসন ও বাজেট ছুটিকালীন/অনুপস্থিতিকালীন উন্নয়ন ও পরিকল্পনা দায়িত্ব পালন করবেন।

৭।         ইতোপূর্বে জারিকৃত ৪৭.০৩১.০০৫.০০.০০.০০১.২০১০/৫৭৬, তারিখঃ ০২/০৫/২০১৩ আদেশ আংশিক পরিবর্তন করা হল।

৮।         এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

RDCD_Office_Ord-510 Date 15-04-2014 (2).pdf RDCD_Office_Ord-510 Date 15-04-2014 (2).pdf