জনাব মোঃ নজরুল ইসলাম
সচিব
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
জনাব মোঃ নজরুল ইসলাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে ৬ জানুয়ারি ২০২৫ তারিখে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের এ কর্মকর্তা ১৯৯৩ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। চাকুরি জীবনের শুরুতেই সততা ও দক্ষতার পরিচয় দেয়ায় ১৯৯৫ সালে তিনি জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে প্রেষণে নিযুক্ত হন এবং প্রায় তিন বছর সে দায়িত্ব পালনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখেন। এছাড়া, তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়; সচিবের একান্ত সচিব পদে পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে দক্ষতার স্বাক্ষর রাখেন। এছাড়া তিনি বিল গেটস ফাউন্ডেশনের একটি প্রকল্পে ‘প্রকল্প সমন্বয়কারী’ পদে লিয়েনে দায়িত্ব পালন করেন।
মাঠ প্রশাসন, সচিবালয় ও উন্নয়ন প্রশাসনে অভিজ্ঞ একজন দক্ষ ও সম্ভাবনাময় কর্মকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করা সত্বেও অন্যায়ভাবে ২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়। এ সময়কালে বিভিন্ন পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে পদায়ন করা হয়। তথাপি তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পৌরসভার আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা আনয়ন, পৌরসভার আয় বৃদ্ধি ও পৌর এলাকার জনগণের জীবনমান উন্নয়নে পৌরসভার সেবাপ্রদান কার্যক্রমে গুণগত পরিবর্তন সাধন করেন। পরবর্তীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালে তাঁকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়। তিনি স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নে ভূমিকা রাখেন। এর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন। সচিব পদে পদোন্নতির পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের রুটিন সচিব হিসেবে প্রায় তিন মাস দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় সরকার বিভাগের সার্বিক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করেছেন।
মোঃ নজরুল ইসলাম ১৯৬৭ সালের ৩১ জুলাই কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও পরবর্তীতে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি দেশে বুনিয়াদি প্রশিক্ষণ, আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স, ট্রেজারি ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা ও বিএমএ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং মালয়েশিয়াতে এডুকেশনাল ম্যানেজমেন্ট ও ভারতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত । তিনি দুই পুত্র এবং দুই কন্যা সন্তানের জনক।