স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব এ. এফ. হাসান আরিফ মহোদয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সকল কর্মকর্তা এবং এ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণের সাথে ১২ আগস্ট, ২০২৪ তারিখ মতবিনিময় সভা করেন। সভার শুরুতে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে সভার কার্যক্রম শুরু করা হয়। মতবিনিময় সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এ বিভাগ এবং আওতাধীন দপ্তর/সংস্থার কার্যক্রম সম্পর্কে মাননীয় উপদেষ্টাকে অবহিত করেন। মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান মহোদয় উপস্থিত ছিলেন।